নাট্যনির্মাতা কামাল আহমদের জন্মদিনে এতিমদের খাবার বিতরণ

 সিলেটের জনপ্রিয় নাট্য নির্মাতা ও দক্ষ সংগঠক, দেশ থিয়েটারের সভাপতি কামাল আহমেদ দূর্জয়। তার জন্মদিনে এতিমদের সাথে আনন্দ ভাগাভাগি করে এতিমদের মধ্যে আনন্দ দিয়ে উপভোগ করলেন।শনিবার (১লা জানুয়ারী) বিকেলে নগরীর গোল্ডেন টাওয়ার এতিমখানা প্রাঙ্গনে এতিম শিশু ও অন্ধদের নিয়ে রাতের খাবার ও কেক কেটে জন্মদিন পালন করা হয়।  কিন্তু নাট্যনির্মাতা ও অভিনয়শিল্পী কামাল আহমেদ দূর্জয় জন্মদিনে তার পরিবারের, আত্মীয় স্বজনদের সাথে জন্মদিনের উৎসব পালন না করে দুনিয়াতে যাদের কেউ নাই সেই এতিম শিশুসহ এতিম অন্ধদের নিয়ে জন্মদিন পালনের সিদ্ধান্ত গ্রহন করেন। এবং তিনি এতিমদের মধ্যে রাতের খাবার বিতরণ করেছেন। 


এসময় তিনি বলেন, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দিবসে উৎসব পালন করতে পারি। যাদের দুনিয়াতে মা ও বাবা কেউ নেই তাদের তো মনে কোন আনন্দ নেই সেই এতিমরা সব আনন্দ থেকে বঞ্চিত। তাই আমার জন্মদিনের আনন্দটুকু এতিমদের মাঝে উৎসর্গ করলাম। এসময় উপস্থিত ছিলেন অনিবান নাট্যদল সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন আহমদ, অভিনেতা নয়ন হোসেন সাইদ, ফটো সাংবাদিক এমরান ফয়সল নাট্য ও সাংস্কৃতিক কর্মীরা প্রমুখ।