হবিগঞ্জের চুনারুঘাটে ১০ লাখ টাকার চোরাই গাছসহ আবদুর রউফ (৪০) নামের এক বনদস্যুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শনিবার ভোরে রেমা-কালেঙ্গা বনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ধারালো অস্ত্রসহ গাছ কাটার নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ জানান, গ্রেপ্তার আবদুর রউফকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন র্যাব-৯–এর হবিগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে জেলার চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বনে অভিযান চালায় র্যাব। এ সময় বনের ভেতর থেকে বিপুল পরিমাণ গাছ কেটে ট্রাকে অন্যত্র পাচারকালে আবদুর রউফকে গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান জানান, গ্রেপ্তার আবদুর রউফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেমা–কালেঙ্গা বনের গাছ কাটার কথা স্বীকার করেছেন। তিনি ওই এলাকার আবদুল খালেক ও নূর বাহিনীর ছত্রচ্ছয়ায় দীর্ঘদিন ধরে বনের গাছ কেটে পাচার করে আসছিলেন। এ চক্রের সব সদস্যের নামে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
মন্তব্য