দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুরমা উপজেলা শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ক্লাবের আহবায়ক মোঃ ইমাদ উদ্দিন নাসিরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান চৌধুরী, জুমান আহমেদ, ক্লাব সদস্য মোঃ সানওয়ার আলী, এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ইসমাইল আলী টিপু, এমরান ফয়সল, মোঃ আব্দুল আলিম, সাদিকুর রহমান সোহেল প্রমুখ। পরে মহান ভাষা আন্দোলনে শহিদসহ দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গকৃত সকল শহিদদের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।