দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র নিয়মিত সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র এক সভা রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় চন্ডিপুলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের জরুরী কিছু কার্যক্রম বাস্তবায়নের জন্য কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। ক্লাবের আহবায়ক মোঃ ইমাদ উদ্দিন নাসিরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান চৌধুরী, জুমান আহমেদ, ক্লাব সদস্য মোঃ সানওয়ার আলী, এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ইসমাইল আলী টিপু, এমরান ফয়সল, সাদিকুর রহমান সোহেল, মোঃ আব্দুল আলীম প্রমুখ। সভায় জুমান আহমেদকে আহবায়ক, সাদিকুর রহমান চৌধুরী ও মোহাম্মদ নুরুল ইসলামকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট খসড়া গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া ক্লাবের মনোগ্রামের জন্য জুমান আহমেদ এবং সাধারণ সদস্য ফরমের জন্য মোঃ ইমাদ উদ্দিন নাসিরীকে আহবায়ক, সাদিকুর রহমান সোহেল ও এমদাদুর রহমান চৌধুরী জিয়াকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন হয়। উপ-কমিটি সমুহ আগামী এক সপ্তাহের মধ্যে নিজ নিজ কার্যক্রম সম্পন্ন করে পরবর্তী সভায় রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।