হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৌর শহর থেকে একটি চিতা বিড়াল (মেছোবাঘ) আটক করেছেন জনতা। সোমবার সকালে কাঁচাবাজারের মোসাহিদ মিয়ার মুদি দোকানের ভেতর থেকে আটকের পর বন বিভাগের কাছে তুলে দেয় উপজেলা প্রশাসন। দুপুরে বিড়ালটি সাতছড়িতে অবমুক্ত করা হয়।
স্থানীয়রা জানান, মুদি দোকানি মোসাহিদ প্রতিদিনের মতো সোমবার ভোরবেলা দোকান খুলতেই মানুষের নড়াচড়া পেয়ে দৌড়ে গিয়ে চিতা বিড়ালটি (মেছোবাঘ) দোকানে ঢুকে পড়ে। এমতাবস্থায় দোকানের কর্মচারী বিড়াল ভেবে ধাওয়া দিলে চিতা বিড়ালটি এলোপাতাড়ি দৌড়াদৌড়ি করতে শুরু করলে দোকানি বুঝতে পারেন যে এটি সাধারণ বিড়াল নয়। তখন তার চিৎকারে বাজারের লোকজন জড়ো হতে থাকেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল ও অফিসার ইনচার্জ আলী আশরাফ। পরে খবর দেওয়া হয় বন বিভাগকে। চিতা বিড়ালটি ধরে তুলে দেওয়া হয় সাতছড়ি জাতীয় উদ্যান কর্তৃপক্ষের কাছে। দুপুরে তা অবমুক্ত করা হয় জাতীয় উদ্যানে।
মন্তব্য