বাংলাদেশ কালেক্টরেটসমূহে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ পরিবর্তন ও বেতন বৈষম্য দূরীকরণের দেশব্যাপী যে আন্দোলন চলমান রয়েছে মহান স্বাধীনতার মাস মুজিববর্ষ আমরা তা উপহার হিসেবে পাওয়ার আশা পোষণ করছি। আমরা বিশ্বাস করি মাদার অব হিউমিনিটি খেতাবে ভূষিত জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বিশ্বের ক্ষমতাধর সফল রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় আমাদের স্বপ্ন অচিরেই সফলতার মুখ দেখবে।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৪ জানুয়ারি ২০২১ তারিখে অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবীতে বিভাগ, জেলা ও মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীদের পদ পরিবর্তন ও বেতন বৈষম্য দূরীকরণের দাবী আদায় না হওয়ায় মহান স্বাধীনতার মাসে পুনরায় আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য করা হয়েছে। চলমান কর্মসূচীর দ্বিতীয় দিনে বক্তারা বলেন, রাজপথ কিংবা আন্দোলন আমাদের মূখ্য নয়। নিয়মতান্ত্রিকভাবে আমাদের দাবী দাওয়া বাস্তবায়ন করা এখন সময়ের দাবী।গতকাল ০২ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯ টায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, কেন্দ্রিয় কমিটির ঘোষণা অনুযায়ী বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে জেলা প্রশাসক, সিলেট মহোদয়ের কার্যালয় প্রাঙ্গণে জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত কর্মচারীগণ দিনব্যাপী কর্মবিরতির দ্বিতীয় দিনের কর্মসূচী পালন করেন। কেন্দ্রিয় ঘোষণা অনুয়ায়ী বাংলাদেশের ৬৪টি জেলা ও ৮টি বিভাগীয় শহরে এ কর্মসূচী একযোগে পালিত হয়। বাকাসস কেন্দ্রিয় কমিটির দেশময় দিনব্যাপী আন্দোলনের দ্বিতীয় দিনে বাংলাদেশ কালেক্টরেট, সিলেট জেলা দিনব্যাপী কর্মবিরতি পালন করে।
সাধারণ সম্পাদক জনাব আলীমুজ্জামান এর পরিচালনায় সিলেট জেলার সভাপতি জনাব কামরুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী কর্মবিরতিকালে কালেক্টরেট প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা দেবাংশু ভট্টাচার্য্য, শাশ্বতী নন্দী চৌধুরী সোমা, মো: ইয়াহইয়া, মোছাম্মৎ আয়েশা সিদ্দিকা, নাছরিন সুলতানা, মোহাম্মদ ময়নুল হক, অতুল চন্দ্র দাস, শামীমা পারভীন, হালিমা খানম, পরিমল চন্দ্র দাস, অনুরূপা চক্রবর্ত্তী, থৈই অংগ্য মারমা, মোঃ হানিফ, ফরিদ উদ্দীন, শাহনাজ পারভীন, কালিদাস শর্ম্মা, কাওছার আহমদ চৌধুরী, মোঃ আব্দুছ ছবুর, মোঃ আব্দুল লতিফ, এবিএম শামসুল আলম, সুপ্রিতা চক্রবর্ত্তী, কা নবরণ লস্কর, ধ্রুব জ্যোতি দাস, মিজানুর রহমান, আজিম উদ্দিন, জামাল উদ্দিন, মঈনুল হোসেন, ফিরোজ আহমদ, মো: ফয়েজ আহমদ, মোহাম্মদ জাকারিয়া, প্রসেনজিৎ চৌধুরী, পলাশ ঘোষ, মো: আবুল হোসেন, জনাব মো: আজমল খান, রোমান আহমদ নোশাদ, রিপন দেব, অরুন ভৌমিক সুদীপ, আনিসুর রহমান মামুন, রতন চন্দ্র দাশ, মো: মুজিবুর রহমান, সাহেদ আহমদ, ফিরোজ আহমেদ, মোছাম্মৎ মুন্নী হোসেন, হুমায়ূন রশীদ প্রমূখ।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ০৯ ঘটিকা হতে বিকাল ০৫ ঘটিকা পর্যন্ত ৮ ঘন্টা কর্মবিরতি পালনসহ কেন্দ্রিয় কমিটির ঘোষণা অনুযায়ী দাবী আদায়ের সকল কর্মসূচী সফল বাস্তবায়নের জন্য সংগঠনের সভাপতি জনাব কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আলীমুজ্জামান কর্মচারীদের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান।
সভা শেষে এক বিক্ষোভ মিছিল কালেক্টরেট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে দ্বিতীয় দিনের কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য