এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ৮ টাকা কমেছে । প্রকারভেদে ৪০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ৩২ টাকা দরে। আবার ৫০ টাকার দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে। ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কমতে শুরু করেছে।
বুধবার (৯ মার্চ) সকালে গিয়ে দেখা যায়, পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজি দরে। এই বাজারে গত সপ্তাহে ভারতীয় পেঁয়াজের দাম ছিলো ৩৮ থেকে ৪০ টাকা। ৫০ টাকার দেশি পেঁয়াজ এখন পাইকারি বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা দরে। তা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা দরে।
হিলি বাজারের এক ক্রেতা বলেন, ‘গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দম কিছুটা কমেছে। ৩২ টাকা করে ৫ কেজি পেঁয়াজ নিলাম।’
পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ‘ভারত থেকে পেঁয়াজের আমদানি অনেক বেড়ে গেছে। যার কারণে দামও কমতে শুরু করেছে। আজ আমরা ভারতীয় পেঁয়াজ ৩২ টাকা পাইকারি দিলাম এবং দেশি পেঁয়াজ ৪৫ টাকা দরে পাইকারি দিচ্ছি।’
হিলি কাস্টমস সুত্রে জানা যায়, মঙ্গলবার ভারত থেকে হিলি বন্দরে ৩২ টি ট্রাকে ৯০১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
মন্তব্য