মেসি-নেইমার-রোনালদোকে নিয়ে যা বললেন ব্রাজিলিয়ান তারকা

সময়ের সেরা তিন খেলোয়াড় লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে পারার সৌভাগ্য সবার হয় না। তবে এই তিন মহাতারকার সঙ্গেই খেলেছেন ব্রাজিলের তারকা আর্থার মেলো। আর তাদের সঙ্গে খেলার অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি। বার্সেলোনায় মেসির সঙ্গে খেলেছেন আর্থার। য়্যুভেন্তাসে পর্তুগিজ তারকা রোনালদোর সঙ্গে খেলেছেন তিনি। আর জাতীয় দল ব্রাজিলে আর্থারের সতীর্থ নেইমার ।

টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্থার বলেন, খুব কম ভাগ্যবানই আছে আমার মতো। আমি সময়ের সেরা তিন খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। আর তিনজনই দারুণ খেলোয়াড়। মেসিকে নিয়ে আর্থার বলেছেন, 'মনে হয় সৃষ্টিকর্তা তার ওপর আঙুল তুলেছেন। মেসি একজন এলিয়েন। সে আমাকে বার্সেলোনায় যাওয়ার পর অনেক সাহায্য করেছে। ইউরোপে যাওয়ার পর সাক্ষাৎকারে আমাকে নিয়ে ভালো কথা বলেছে। তার সঙ্গে খেলতে পারাটা আমার জন্য আনন্দের।'

তিনি আরও বলেন, 'সে কিছুটা গম্ভীর কিন্তু বহির্মুখীও। দারুণ পেশাদার, অনেক কাজ করে। তার জীবনটা কিছুটা গম্ভীর, হয়তো রোনালদো বা নেইমারের মতো নয় কিন্তু তার ব্যক্তিত্ব হচ্ছে যা চায় সেটা করতে পারে।'

পর্তুগিজ তারকা রোনালদোকে নিয়ে আর্থার বলেছেন, 'রোনালদো যা কিছুই করে পেশাদার হিসেবে। শুধু মাঠেই না, যেটা সবাই দেখে, মাঠের বাইরেও এমন। সে এমন একজন মানুষ যে ভালো কাজ করে, খায়, ১৫ মিনিট রোদে দাঁড়িয়ে থাকে। সে সবকিছুতে সাহায্য করার চেষ্টা করে, অসাধারণ একজন মানুষ।'

আর জাতীয় দলের সতীর্থ নেইমারকে নিয়ে আর্থার বলেছেন, 'নেইমার মাঠে যা কিছুই করে প্রতিভার স্বাক্ষর রাখে। এটা আমার জন্য আনন্দের তার সঙ্গে বন্ধুত্ব করতে পারা। সে ওই মানুষের একজন যারা আমাকে সবচেয়ে বেশি সাহায্য করে জাতীয় দলে গেলে। আমাকে আরও ভালো হতে সাহায্য করে অনেক।'

আর্থার ছাড়াও বেশকিছু খেলোয়াড় সময়ের এই তিন সেরা খেলোয়াড়ের সঙ্গে মাঠে নেমেছেন। তাদের মধ্যে রয়েছেন ডি মারিয়া, কেলর নাভাস, জেরাদ পিকে এবং রামোস।