স্বর্ণের বার ছিনতাইকালে দুই কনস্টেবল আটক

রাজধানীর কেরানীগঞ্জে স্বর্ণের বার ছিনতাইকালে পুলিশের দুই সদস্যকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। শুক্রবার সকালে কালিগঞ্জ খাজা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- কনস্টেবল সোহেল রানা ও কনস্টেবল দেওয়ান রুবেল। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১১টি স্বর্ণের বার ও ডিবি পুলিশের স্টিকার লাগানো একটি মাইক্রোবাস জব্দ করা হয়। কনস্টেবল সোহেল রানা ও দেওয়ান রুবেল ডিএমপিতে কর্মরত।

জানা গেছে, দোহারের জয়পাড়া বাজারের অরিন্দ্র জুয়েলার্সের মালিক বিকাশ হালদার ও তার ভাই পলাশ হালদার স্বর্ণের ১১টি বার নিয়ে দোহার থেকে কেরানীগঞ্জ হয়ে রাজধানীর তাতিবাজার যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে কালিগঞ্জ খাজা সুপার মার্কেটের সামনে ডিবি পুলিশের পরিচয়ে আটক করে স্বর্ণের ১১টি বার ছিনিয়ে নেওয়া নেয়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন দুই পুলিশ সদস্যকে আটক করে থানা পুলিশে খবর দেয়। এ সময় তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।

অরিন্দ্র জুয়েলার্সের মালিক বিকাশ হালদার বলেন, আমাদের পরিকল্পনা ছিল বুড়িগঙ্গা পাড়ি দিয়ে তাতিবাজার যাওয়ার। সেই অনুযায়ী আমরা কালিগঞ্জ যাই খেয়া নৌকায় উঠার জন্য। এ সময় একটি মাইক্রোবাসে কয়েকজন লোক এসে ডিবি পুলিশের পরিচয় দিয়ে আমাদের গাড়িতে তোলার চেষ্টা করে এবং সঙ্গে থাকা ১১টি স্বর্ণের বার ছিনিয়ে নেয়। এদের মধ্যে একজনের গায়ে ডিবি লেখা জ্যাকেট ও আরেকজনের গায়ে পুলিশের পোশাক পড়া ছিল। আমাদের চিৎকারে আশপাশের লোকজন এই দুই জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়৷

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় আটক দুই কনস্টেবলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।