মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে পৃথক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে— নবারুন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফিরোজ আহমেদ (১৮)। সে বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকার মজিবুর মিয়া ছেলে। অপর নিহত মাহিম জাগির ইউনিয়নের গোলড়া চরখন্ড গ্রামের আব্দুল আলীর ছেলে।
হাইওয়ে পুলিশের ওসি মনিরুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, সদর উপজেলার মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের বেতিলা-মিতরা এলাকায় মোটরসাইকেল-ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ফিরোজ আহমেদ নিহত হন। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুই মোটরসাইকেল আরোহীকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় অজ্ঞাত বাসচাপায় মো. মাহিম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
লাশ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ওসি মনিরুল ইসলাম।
মন্তব্য