হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার অংশের খোয়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও শানখলা ইউনিয়নের পানছড়ি মৌজার গাধাছড়া নামক স্থানে অবৈধ বালু উত্তোলন করায় তিন ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ২নং আহমেদাবাদ ইউনিয়নের রাজার বাজার সংলগ্ন খোয়াই নদীর ইজারাবহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এ সময় মো. বাবুল মিয়া (৩৮) ও মো. রিপন আলী (২৯) প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
অপরদিকে বুধবার সন্ধ্যায় গাধাছড়া নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. খোকন মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পৃথক দুটি অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, যেখানেই অবৈধ বালু উত্তোলনের খবর পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে। অবৈধ বালু ও মাটি উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।
মন্তব্য