হবিগঞ্জের নবীগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তিন কলেজছাত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে ইতনাগঞ্জ ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত এক ছাত্রকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্য দুই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো- ওই কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান, তোফায়েল ও আলকাব হোসেন।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র হাবিবুর রহমান ও তার তিন বন্ধু তোফায়েল, আলকাব ও এক ছাত্রী কলেজ ক্যাম্পাসে বসা ছিল। এ সময় সুহেল আহমেদ নামে এক যুবক ওই ছাত্রীকে ইভটিজিং করে। এ সময় হাবিবুরসহ তার অপর দুই বন্ধু এর প্রতিবাদ করে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুহেলের পক্ষ নেয় মোস্তফাপুর গ্রামের জানু মিয়ার ছেলে কলেজছাত্র সজীব, আদিল, সাহান, নিয়াজ ও জাহানসহ বেশ কয়েকজন ছাত্র। এর মধ্যে বহিরাগতরাও ছিল। এ সময় তারা হাবিবুর রহমানসহ ৩ জনের ওপর হামলা করে। একপর্যায়ে ওই তিন ছাত্রকে কলেজের অফিসে নিয়ে বেধড়ক পেটানো হয়।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওছার আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।
কলেজের ভাইস-প্রিন্সিপাল নুরুল আমিন বলেন, হামলার ঘটনাটি দুঃখজনক। আমরা শিক্ষকরা থামানোর চেষ্টা করেছি। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, কলেজ ক্যাম্পাসে বহিরাগতরা আসার কোনো সুযোগ নেই। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য