আজও দিল্লির দলে নেই মোস্তাফিজ

আইপিএল ১৫তম আসরের ৫৮তম ম্যাচেও দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমানের। এনিয়ে টানা তিন ম্যাচে সাইড বেঞ্চে বসে রইলেন কাটার মাস্টার।

বুধবারের আগে চলতি আসরের ৫০ ও ৫৫তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দিল্লির একাদশে জায়গা পাননি বাংলাদশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের।

মোস্তাফিজকে ছাড়া হায়দরাবাদের বিপক্ষে জয় পেলেও সবেশেষ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নায়ের বিপক্ষে ২০৯ রানের বিশাল টার্গেট তাড়ায় ১১৭ রানে অলআউট হয়ে ৯১ রানের বিশাল ব্যবধানে হারে দিল্লি।

দলের এমন বাজে পারফরম্যান্সের পরও নিজেদের ১২তম ম্যাচে একাদশে ফেরানো হয়নি কাটার মাস্টারকে।

বুধবার মুম্বাইয়ে শুরু হওয়া ম্যাচে রাজস্থান রয়েলসের বিপক্ষে টস হেরে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত।

চলতি আইপিএলে ইতোমধ্যে ১১ ম্যাচে ৬টিতে হেরে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে অফের আশা টিকিয়ে রাখছে দিল্লি। প্লে অফে খেলতে হলে আজ রাজস্থান, ১৬ মে পাঞ্জাব কিংস আর ২১ মে মুম্বাইয়ের বিপক্ষে জিততেই হবে দিল্লিকে। নিজেদের শেষ তিন ম্যাচে জয় না পেলে দিল্লির বিদায় নিশ্চিত হয়ে যাবে।

আইপিএলের চলতি আসরে টানা আট ম্যাচে অংশ নিয়ে ৮ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।