পুতিনের প্রশংসা করলেই শাস্তি!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করতে বারণ। করলেই বিপদ! এমনটাই ঘটবে ফ্রেঞ্চ ওপেনে।

টেনিসের এই বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক রোলাঁ গারোঁ কর্তৃপক্ষ এমন হুশিয়ারি দিয়েছে।

রোলাঁ গারোঁর একজন পরিচালক নারী টেনিসের সাবেক এক নম্বর তারকা অ্যামেলি মরেসমো জানিয়েছেন, কোনো খেলোয়াড় যদি পুতিনের মতাবলম্বী হন, পুতিনকে সমর্থন করেন, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। তিনি জকোভিচ বা রাফায়েল নাদাল যে কেউ হোক!

শুধু তাই নয়; ইউক্রেনে আগ্রাসনকারী রাশিয়া ও তাকে সমর্থনকারী বেলারুশের কোনো খেলোয়াড় এবারের ফ্রেঞ্চ ওপেনে আমন্ত্রিত নন বলেও জানান তিনি।

ফ্রান্স ইন্তার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি শুনিয়ে মরেসমো বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের ক্রীড়ামন্ত্রীদের সঙ্গে আমরা একমত। রাশিয়া বা বেলারুশ থেকে আসা কোনো দলকে আমরা আমন্ত্রণ জানাব না, তবে ক্রীড়াবিদদের ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান হবে। তবে হ্যাঁ, কোনো ক্রীড়াবিদ যদি প্রকাশ্যে পুতিনকে সমর্থন দিয়ে থাকেন, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। বিষয়টি আসলে খুবই জটিল। খুব সম্ভবত এ ব্যাপারে শতভাগ ন্যায্য সিদ্ধান্ত দেওয়া সম্ভব না।’

তবে ব্যক্তিগত আমন্ত্রণের কারণে ছাড় পাচ্ছেন রুশ তারকা দানিল মেদভেদেভ, আন্দ্রেই রুবলেভ ও আরিনা সাবালেঙ্কা। কিন্তু তারা রাশিয়ার পতাকা নিয়ে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। তথ্যসূত্র: মার্কা