রেজিস্ট্রেশনের জন্য অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আরও সময় দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। জরিমানা ছাড়া আগামী ৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন তারা।
বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, বাদপড়া শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় নতুন সময় নির্ধারণ করা হয়েছে। যারা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি বা অন্য কোনো কারণে বাদ পড়েছে অনলাইনে তাদের তথ্য আপলোডসহ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এ ছাড়া রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের সংশোধনসহ প্রয়োজনীয় তথ্যাদি অনলাইনে আগামী ৩০ জুন পর্যন্ত সংশোধন করা যাবে। জরিমানা ছাড়া এ বাবদ ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত সময়ের পর কোনো অবস্থায়ই সংশোধন এবং বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না।
মন্তব্য