দেশের প্রত্যেক বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৬ মে) সকালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সুবর্ণজয়ন্ত্রী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের ব্যবহারেই রোগী অনেকটা ভালো হয়ে যায়। এটা শুধু পেশা হিসেবে নয়, মানুষের সেবা হিসেবে নিতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে চিকিৎসকদের দায়িত্ব পালন করতে হবে।
এ সময় দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার চিকিৎসকদের সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।
শেখ হাসিনা বলেন, দেশের অনেক মানুষের এখন টাকা-পয়সা হয়েছে। একটু হাঁচি-কাশি হলেও তারা বিদেশ চলে যায়। একদিকে ভালো, তাতে আমাদের এখানে রোগীর চাপটা একটু কম পড়ে। কিন্তু করোনার টিকা যখন সবাইকে বিনা পয়সায় দিয়েছি, তখন টাকা-পয়সা ওয়ালারা বিদেশে যেতে পারেননি। কারণ, তখন তো সব দরজা বন্ধ।
তিনি বলেন, করোনা আমাদের একটা শিক্ষা দিয়েছে... আমাদের বিত্তশালীরা অন্ততপক্ষে বুঝতে পেরেছেন আমাদের দেশের ডাক্তার ও নার্সরাও আন্তর্জাতিক মানের সেবা দিতে পারে। আমাদের ডাক্তাররাও দক্ষতা রাখে অন্তত এই শিক্ষাটা তারা পেয়েছেন।
মন্তব্য