হবিগঞ্জে মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তারা মিয়া নামে এক জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত তারা মিয়া (৫০) কাকাইলছেও ইউনিয়নের গোয়ালগাঁও (বাজার হাটি) গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মহিবুর রহমান জানান, কুশিয়ারা নদীর পানির তোড়ে আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়কের কালনীপাড়া, সৌলরী, গাজীপুর অংশের কিছু জায়গা ভেঙে গেছে। এসব ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে সৌলরী হাওরে পানি ঢুকছে।

তবে তারা মিয়া মঙ্গলবার (২১ জুন) বিকেলে গাজীপুরের ভাঙা সড়কে মাছ ধরতে যান। এ সময় পানির স্রোতে ভেসে যান তিনি।

তিনি আরও জানান, স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দিলে মঙ্গলবার (২১ জুন) রাত পৌনে ৯টার দিকে সৌলরী হাওর থেকে তারা মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।