"আজকে আমর রুদ্ধ প্রাণের পল্বলে,বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে "
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৬ তম প্রয়াণ দিবসে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে কবির ছড়া- কবিতায় সাম্য-প্রেমের বিদ্রোহী কবিকে স্মরণ। ২৭ আগষ্ট শনিবার বিকেল ৪ টায় ইলেকট্রিক সাপ্লাই রোড রায়হোসেন স্থানে মেট্রোপলিটন কিন্ডারগার্টেনে অনুষ্ঠিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে প্রয়াণ দিবস স্মরণে আবৃত্তি অনুষ্ঠান।মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক বিমল করের পরিচালনায় প্রিয়াশ্রী কর পিউ'র সঞ্চালনে একক ও দলগত আবৃত্তি পরিবেশন করে শ্রাবণী দাশ বিথি,ফারজানা আক্তার, অন্বেষা ভট্টাচার্য শ্রুতি, রত্না কর,ও রাফিজা ইসলাম।
প্রয়াণ দিবসে কাজী নজরুল ইসলামকে কথা মালায় শ্রদ্ধা জানান শিক্ষার্থীদের পক্ষ থেকে শ্যামা ভট্টাচার্য, আমেনা বেগম মুন্নি ও গীতিকার হাবিব উল্লাহ।
অনুষ্ঠানের সব শেষে আগামী সেপ্টেম্বর মাসে কবিতায় গুণীজনকে স্মরণের প্রস্তুতি নিতে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি মুক্তাক্ষরের পরিচালক অনুরোধ জানান।
মন্তব্য