বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার আয়োজনে শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে বার্ষিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় চৌহাট্টস্থ ভোলাগিরী আশ্রমে এই বার্ষিক প্রতিনিধি সভার আয়োজন করাজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ এর সভাপতিত্বে বার্ষিক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর পূজা পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, জেলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উদাপন পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাবক্তব্য রাখেন মহানগর পূজা পরিষদের সভাপতি সুব্রত দেব, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক কৃপেশ পাল, পূজা পরিষদ মহানগর উপদেষ্টা বিনীত কুমার চক্রবর্তী, জেলা কমিটির উপদেষ্টা প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায়, এডভোকেট প্রশান্ত কুমার পাল, জেলা কমিটির সহ সভাপতি অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, মহানগর সহ সভাপতি চন্দন সাহা, নির্মল সিনহা, মহানগর সিনিয়র সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ তপন মিত্র, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, মহানগর যুগ্ম সম্পাদক চন্দন দাস, কোষাধ্যক্ষ মদন মোহন কর্মকার, জেলা দপ্তর সম্পাদক মানিক লাল দে, মহানগর শিক্ষা ও গবেষণা সম্পাদক জিডি রুমু, নির্বাহী সদস্য বাবুল দেজেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ ও মহানগর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের যৌথ পরিচালনায় প্রতিনিধি সভায় গীতা পাঠ করেন প্রতাপ তালুকদার, শোক প্রস্তাব পাঠ করেন মহানগর যুগ্ম সম্পাদক মনোজ দত্ত মোন্নাসভায় বক্তারা বলেন, শারদীয় দূর্গাপূজা সনাতন ধর্মালম্বীদের একটি বৃহৎ ধর্মীয় উৎসব। দূর্গোৎসব কেন্দ্র করে মানুষের মাঝে যে উৎসাহ উদ্দীপনা ছিল তা বিগত বছর সমূহের নানান সাম্প্রদায়িক সহিংসতার কারণে ম্লান হয়ে গেছে। ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, মূর্তি ভাংচুর, নির্যাতনের বিচার না হওয়ায় এই সমস্ত হামলা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বক্তারা আরো বলেন, বিগত বছরের শারদীয় দূর্গাপূজায় সাম্প্রদায়িক সহিংসতাকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রীর অসত্য বক্তব্য সনাতনী সম্প্রদায়কে মর্মাহত করেছে। বক্তারা তার এই বক্তব্য শারদীয় দূর্গাপূজার পূর্বে প্রত্যাহারের জোর দাবি জানান। বক্তারা শারদীয় দূর্গাপূজার ছুটি বৃদ্ধির জন্য সরকারের কাছে দাবি জানিয়ে শারদীয় দূর্গোৎসব সহ বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের দ্রুত বিচার আইনে বিচারের আওতায় সভায় শারদীয় দূর্গাপূজায় বিদ্যুৎ ব্যবহারে সকল পূজা মন্ডপকে সাশ্রয়ী হওয়ায় অনুরোধ জানান। একই সাথে সার্বক্ষণিক জেনারেটার, স্বেচ্ছাসেবক বাহিনী তৈরী সহ পূজা অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে করার অনুরোধ জানান। বক্তারা স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ, সাংবাদিক সহ সকল সম্প্রদায়কে শারদীয় দূর্গাপুজা সুষ্ঠভাবে সম্পন্নে সার্বিক সহযোগিতার অনসভায় বিভিন্ন থানা ও উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ থানা শাখার সভাপতি সঞ্জয় দেবনাথ, গোয়াইনঘাট উপজেলা সভাপতি সুবাস পাল ছানা, কানাইঘাট সভাপতি ভজন লাল দাস, বালাগঞ্জ সভাপতি রজত দাস ভুলন, ফেঞ্চুগঞ্জ সভাপতি বিজন দেবনাথ, বিশ্বনাথ সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, বিয়ানীবাজার সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জৈন্তাপুর সাধারণ সম্পাদক দুলাল দেব, গোলাপগঞ্জ সাধারণ সম্পাদক প্রভাষক রজত কান্তি দাস, কোম্পানীগঞ্জ সাধারণ সম্পাদক প্রকাশ বিশ্বাস, ওসমানীনগর সাধারণ সম্পাদক শংকর সেন, এয়ারপোর্ট থানা সভাপতি নান্টু রঞ্জন সিংহ, কোতোয়ালী সভাপতি এডভোকেট অরবিন্দু দাস গুপ্ত, জালালাবাদ থানা সভাপতি জ্যোতিকা দত্ত, শাহপরান থানা সভাপতি বীরেশ দেব নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি
মন্তব্য