সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ’র প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা সিলেট এর সভাপতি আহসান উল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

এসময় বক্তব্য রাখেন মো. আব্দুল কাদির, মাহবুবুর রহমান, সহ-সভাপতি পংকী মিয়া, বিশ্বনাথ উপজেলার সভাপতি আবুল কালাম, দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক শফিকুর রহমান, চীফ জুডিসিয়াল আদালত শাখার অলিউর রহমান, বিয়ানীবাজার উপজেলা শাখা অলিউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়াত আলী, ওসমানী নগর উপজেলা শাখা সাধারণ সম্পাদক মসিউর রহমান, জৈন্তাপুর উপজেলা শাখার রেজাউল করিম কর অঞ্চল শাখার আবুল কালাম, আব্দুল লতিফ, প্রশান্ত মালাকার, আব্দুল কাইয়ুম, আব্দুল মতিন, জেলা প্রশাসকের কার্যালয় শাখার কিশোর দাশ, সাংগঠনিক সম্পাদক কুদরত উল্লাহ, অর্থ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. ইসহাক মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুনাফ প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন উপজেলা শাখা ও ইউনিট শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, কর্মচারীদের সাথে আওয়ামীলীগের ত্যাগের সম্পর্ক জড়িত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেনির কর্মচারীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে বহিষ্কার হয়েছিলেন কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেনি। কর্মচারীদের যেকোন নীতিগত দাবীর পক্ষে আওয়ামীলীগ ছিল আছে থাকবে। কর্মচারীদের দায়িত্বকে জনগনের আমানত মনে করে সেবা দেয়ার অনুরুধ করেন।

সভাপতির বক্তব্যে আহসান উল্লাহ বলেন, আগে চাকুরী, তারপর সংগঠন। আগে দায়িত্ব পালন তারপর সংগঠন, সরকারের কাছ থেকে দাবী আদায় করতে সংগঠনে সময় দিতে হবে। কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত যেকোন কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত থাকতে হবে। সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।