মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সিলেটের ভূমিকম্প সচেতনতা বিষয়ক সভা

ভূমিকম্প পূর্ব প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার নগরীর সুবিদবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সিলেটের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সিলেটের সভাপতি এ টি এম এ হাসান জেবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুলের পরিচালনায় সভায় প্রধান আলোচক হিসেবে ভূমিকম্প এর বিভিন্ন দিক ও সচেতনতা আনোয়নে প্রেজেন্টেশন তুলে ধরেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগের এডি শফিকুর রহমান ভূইঁয়া।

প্রারম্ভিক আলোচনা করেন এম এ এফ সিলেটের সাংগঠনিক সম্পাদক জাহিদ সারোয়ার সবুজ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব উদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলর মহিউদ্দিন লোকমান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার রাহিমা বেগম, রিজিওনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফরহাদ আহমেদ, অপারেন্স এসিস্ট্যান্ট আফজাল হোসেন ইমন প্রমুখ।