বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির উদ্যোগে আফতাবনগর নুর ঢাওয়ার এফ বক্সিং জিমে আয়োজিত ওর্য়াল্ড বক্সিং কাউন্সিল রিং অফিসিয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে ওর্য়াল্ড বক্সিং কাউন্সিল রিং অফিসিয়াল সনদ লাভ করেছেন সিলেটের মোঃ আনোয়ার হোসেন। গত (৯ সেপ্টেম্বর) শুক্রবার ওর্য়াল্ড ইউনিভার্সেল বক্সিং কাউন্সিলের সাধারণ সম্পাদক ও প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান সহ অতিথিদের হাত থেকে তিনি এ সনদ গ্রহণ করেন।
আয়োজিত সেমিনারে প্রশিক্ষন দেন ওর্য়াল্ড বক্সিং কাউন্সিল এর রেফারি ও জাজ ইশতিয়াক আহমেদ চৌধুরী। এসময় অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সেমিনারে অংশ গ্রহনকারী প্রশিক্ষনার্থী গণ ও বক্সিং সোসাইটির অন্যান্য কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সিলেট বিভাগ থেকে আনোয়ার হোসেনের তত্ববধানে মোট ৩ জন বানিয়াচং এর মোঃ জুয়েল রহমান ও লিপি সুলতানা (মনি) সনদ লাভ করেছেন।
মন্তব্য