‘আমার ধ্যান জ্ঞান শুধুই সিনেমা’

নিজের অভিনীত প্রথম ছবি ‘তালাশ’-এ সম্ভাবনার জানান দিয়েছেন চলতি প্রজন্মের চিত্রনায়ক আদর আজাদ। সৈকত নাসির পরিচালিত এই ছবিতে তার অভিনয়-পারফরমেন্স নজর কাড়ে দর্শকসহ চলচ্চিত্র সংশ্লিষ্টদের। ছবিতে বুবলীর সঙ্গে তার রসায়নও গ্রহণযোগ্যতা পেয়েছে। এদিকে ক’দিন আগেই মুক্তি পেয়েছে আদর অভিনীত দ্বিতীয় ছবি ‘লাইভ’। শামীম আহমেদ রনী পরিচালিত এ ছবিতে তিনি অভিনয় করেছেন মাহিয়া মাহির সঙ্গে জুটি বেঁধে। এ ছবি থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন আদর। এবার এ ছবির রেশ শেষ হতে না হতেই আরও একটি নতুন ছবি নিয়ে ৭ই অক্টোবর দর্শকদের সামনে হাজির হচ্ছেন এ নায়ক। ছবির নাম ‘যাও পাখি বলো তারে’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিতেও আদরের নায়িকা মাহি। এ ছবি প্রসঙ্গে আদর মাবজমিনকে বলেন, ছবিতে আমি খুব সাধারণ একজন দর্জির চরিত্আমার লুক, অভিনয় থেকে সবকিছুতেই সাধারণ একটা ভাব লক্ষ করা যাবে। আগের দু’টি ছবি থেকে চরিত্রটি একদমই আলাদা। চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছি। আমার বিশ্বাস কাজটি দর্শকদের ভালো লাগবে। এদিকে আদর অভিনীত ‘নোলক’- নামের একটি ছবি আসছে সামনে। এ ছবির জন্য নিজের লুক পরিবর্তন করেছেন তিনি। ছবিটিতে তার নায়িকা পূজা চেরি। ছবিটি পরিচালনা করছেন অলোক হাসান। ছবিটির শুটিং হয়েছে শ্রীমঙ্গলে। ছোট পর্দা থেকে সিনেমায় এসেই সম্ভাবনার জানান দিয়েছেন। এটা কি বাড়তি চাপ মনে হয়? আদর আত্মবিশ্বাস্‌ের সুরে বলেন, না। বাড়তি আনন্দ হয়। কারণ দর্শক থেকে শুরু করে সবাই এত ভালোভাবে আমাকে গ্রহণ করবে ভাবিনি। এখন আমার ধ্যান জ্ঞান শুধুই সিনেমা। বেশকিছু নতুন প্রজেক্ট নিয়েও কথা হচ্ছে। ব্যাটে-বলে মিলে গেলে সেগুলোওকাজ করেছি।