ইয়াবা বিক্রি করতে আসা ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ২

কুমিল্লায় ১৪০০ পিস ইয়াবাসহ মহিম উদ্দিন নামে ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর টাউনহলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মহিম উদ্দিন (১৯) ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজালা জেলার সোনানুড়া থানার কুলুবাড়ি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। এ সময় নগরীর টাউনহল মাঠের সামনে এক সন্দেহভাজন যুবককে আটক করা হয়। তল্লাশিকালে তার সঙ্গে থাকা ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।   

জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে ভারত থেকে সীমান্তরক্ষীর চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে এসে ইয়াবার পাচার ও বিক্রি করে আসছিলেন। এ কাজে তাকে সহযোগিতা করত তার ফুফাতো ভাই হাসান। পুলিশ অভিযান চালিয়ে তাকেও গ্রেফতার করে। মো. হাসান (২২) কুমিল্লার কোতোয়ালি থানার পাঁচথুবি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মিছিল মিয়ার ছেলে।

ওসি জানান, গ্রেফতার দুই তরুণের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।