কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি তাদের কার্যক্রম শেষ করেছে। এ ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন, তারা ছয়জন ও পলাতক একজনসহ সাতজনই জড়িত বলে কমিটির তদন্তে উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে আগামী রোববার অথবা সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। অন্যদিকে এ ঘটনায় জড়িত ওই বিদ্যালয়ের অফিস সহকারী মো. আবু হানিফ ভারতে পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, তদন্ত কমিটি তাদের কার্যক্রম সম্পন্ন করেছে, তারা এখন প্রতিবেদন তৈরি করছে। একই সঙ্গে আগামী দিনে প্রশ্ন ফাঁস ঠেকাতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা তদন্ত কমিটি প্রতিবেদনে সুপারিশ আকারে পেশ করবে। এর মধ্যে ছয়জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, কুড়িগ্রামের নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব লুৎফর রহমান, ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক জোবাইর রহমান, ইংরেজির সহকারী শিক্ষক আমিনুর রহমান, কৃষি বিজ্ঞান শিক্ষক হামিদুল ইসলাম, বাংলার শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া। এ ঘটনার পর থেকেই আসামি মো. আবু হানিফ পলাতক।
মন্তব্য