‘আমি ডায়েট করি না’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের এই অভিনেত্রী কলকাতাতেও কাজ করে যাচ্ছেন সমান তালে। আর কাজের সুবাদে ওপার বাংলার শিল্পীদের সঙ্গে তার বেশ ভালো সখ্য গড়ে উঠেছে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা তার কাছে ভীষণ আনন্দের। তাই তো এবারো পুজোতে ছুটে কলকাতা গিয়েছেন। সেখানে গিয়ে এক সাক্ষাৎকারে জয়া তার সাজের ব্যাপারে কতটা খুঁতখুঁতে সেটি প্রকাশ করেন। তিনি বলেন, যেকোনো উৎসবে এমন সাজ বা গহনা পরা ঠিক নয় যাতে মানুষটাকেই দেখা না যায়। আমার পছন্দ সলিট কালার, মানানসই গয়না। গয়না-শাড়ি যাই হোক যাতে আমাকে ছাড়িয়ে না যায়। তবে খুব বেশি সাজকে আমার মনে হয় ব্যক্তিতশুধু দুর্গাপূজায় না সব উৎসবেই সাজগোজ করা উচিত। ডায়েট প্রসঙ্গে জয়া বলেন, আমি একবারেই ডায়েট করি না, পুজোতে তো নয়ই। পুজোতে আমি যেচে দাওয়াত নিই যে, আমাকে দাওয়াত করো। পুজোর সময় কলকাতায় থাকার চেষ্টা করি। আমি ভীষণ খাবার খেতে পছন্দ করি। যেকোনো খাবার আমি পছন্দ করি। ইলিশ হলে তো কথাই নেই। সবাই বলে পদ্মার ইলিশ অনেক ভালো খেতে, তবে মেঘনার ইলিশ আরও ভালো হয়। আমার মা কলা পাতায় মুড়ে সরষে ইলিশ ভাপা করেন, বলতে গিয়েই খেতে ইচ্ছা করছে। এদিকে দুর্গোৎসবে জয়াকে দেখা গিয়েছে অভিনেতা সৌরভ দাসকে সঙ্গে নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াতে।্বকে হালকা করে দেয়