বিনতা দেবী::"মহাশক্তি স্বরূপিনী মা দুর্গা"
#তুমি আসবে বলে শরৎ সেজেছে
আজ প্রাণের হর্ষে অপূর্ব সাজে,
আবেগে আল্পনা এঁকে রামধনু তার সর্বাঙ্গের রং
ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, পূর্ব গগণ মাঝে।
সরোবরে নন্দিত শতোর্ধ্ব নীল পদ্ম
জেগে আছে তোমায় বরণে,
প্রণমামি বারং বার তব শ্রীচরণে।
শঙ্খ ঢাকের সুর লহরীতে উল্লসিত হোক ধরা
ভ্রুণ থেকে জেগে উঠুক মানবতার আভা,
আশীষ করো, জননীরা জেগে উঠুক
জাগিয়ে তুলোক, আগামী প্রজন্মের সুপ্ত প্রতিভা।
কেন?নারী জন্মে জন্মে অবহেলিত, নিগৃহিত যুগে যুগে,
প্রাগৈতিহাসিক যুগ থেকে - অবহেলা,
কেন? এ ভেদ, কেন এ বঞ্চনার খেলা।
জাগো কন্যা,
জাগো জায়া, জাগো জননী মাতৃ শক্তিধারিনী,
একবিংশ শতাব্দীতে নেইকো ভেদাভেদ পুরুষ রমণী।
প্রতি গৃহে গৃহে গড়ে উঠুক শুভ শক্তির সূচনা
নির্মূল করে দাও, আশুরিক শক্তির দহন যন্ত্রনা।
নারী শুধু তুমি আজ নারী নয়,তুমি আজ ব্রহ্মময়ীর আরাধনায় মহাশক্তি ধারিণী।
কখনও রাজ লক্ষী, কখনও গৃহলক্ষী
কখনও খড়গ হস্তে অভয় দায়িণী।
লেখক ::বিনতা দেবী
মন্তব্য