জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার পুর্ণাঙ্গ আহবাযক কমিটির যুগ্ম আহবাযক হলেন মো. জাকির আহমদ ।যুগ্ম আহবাযক হওয়ায় মো. জাকির আহমদকে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সুশীল সংগটন থেকে তাকে অভিনন্দন ও বিভিন্ন ক্ষুদে বার্তার মাধ্রমে শুভেচ্ছা জানানো হয়্
জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার মো.জাকির আহমদ কে আহবাযক ও আল আমিন কে সদস্য সচিব করে দুই মাসের মধ্যে সম্মেলন করার শর্তে জাতীয় ছাত্র সমাজ কমিটির কেন্দ্রীয নির্বাহী কমিটির সভাপতি ইব্রাহীম খাঁন জুয়েল ওশর্তে জাতীয় ছাত্র সমাজ কমিটির কেন্দ্রীয নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন এর সাক্ষরিত ৭৩ বিশিষ্ট সদস্য পুর্ণাঙ্গ আহবাযক কমিটির অনুমোদন দেওয়া হযেছে গত ২২-১০-২০২২ শনিবার ।জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি রোববার (২২ ডিসেম্বর) ২৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ ৫ বছর পর গত ১৩ নভেম্বর জাতীয় ছাত্র সমাজের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের দশ দিনের মাথায় ২৩ নভেম্বর ইব্রাহিম খান জুয়েলকে সভাপতি ও আল মামুনকে সাধারণ সম্পাদক করে কমিটির ১৩পদে নাম মনোনয়ন দেওয়া হয়।
মন্তব্য