সিলেটের সাহিত্য সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ গল্পকার ও সংগঠক রীমা বেগম পপির প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার ৪/১১/২০২২ নভেম্বর বিকাল ৫:৩০ মিনিটে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে পালন করতে যাচ্ছে সিলেটের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন পারমিতা সিলেট ।পারমিতা সিলেট‘র কণর্ধার কবি ও সংগঠক ধ্রুব গৌতমেআজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান তিনি সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহবান জানান ।
প্রসঙ্গত:: গত বছরের ৬ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে তিনি ইন্তেকাল করেন।
গল্পকার রীমা বেগম পপি গোয়ালাবাজার উনিশমাইলের স্থায়ী বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন থেকে নগরীর রাজারগলিতে পরিবারের সাথে বসবাস করছিলেন।
তিনি ছিলেন একজন নিরলস সাহিত্যকর্মী ও নির্ভীক সংগঠক।
মন্তব্য