কুড়িগ্রামের শারীরিক প্রতিবন্ধী মানিক রহমান (১৬) পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন। তিনি ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
মানিক রহমান উপজেলার চন্দ্রখানা গ্রামের মিজানুর রহমান ও মরিয়ম দম্পতি ছেলে।
মানিক বলেন, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমি জিপিএ-৫ পেয়েছি। আমি বাড়িতে বসে আমার কম্পিউটারে পরীক্ষার ফলাফল দেখেছি। আমি খুবই আনন্দিত।
বাবা ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আমার দুই ছেলে তার মধ্যে মানিক বড়। জন্মের পর থেকেই সে শারীরিক প্রতিবন্ধী। ছোট থেকেই তাকে পা দিয়ে লেখার অভ্যাস তৈরি করি। আমার ছেলে যখন ভালো রেজাল্ট করে তখন খুব ভালো লাগে।
ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবেদ আলী খন্দকার গণমাধ্যমকে বলেন, মানিক ছাত্র হিসেবে খুবই ভালো। আমার বিশ্বাস ছিল এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। আজ তার ফলাফলে আমরা খুবই খুশি।
মন্তব্য