সিলেটে মৈত্রী দিবস উদযাপন অনুষ্ঠান শনিবার

আজ ১০ডিসেম্বর (শনিবার) সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত হবে মৈত্রী দিবসের ৫১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হবে।



১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার ১০ দিন আগে ভারত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের ১ কোটি শরণার্থীদের স্থান দিয়েছিল ভারত সরকার। তাছাড়া মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ,যুদ্ধে অস্ত্র দিয়ে সহযোগিতা, মিত্র বাহিনীর অপরারেশন, আন্তর্জাতিক সমর্থনসহ সব বিষয়ে একমাত্র সহযোগিতা করেছিল ভারত। তাই বাংলাদেশের কাছে ভারতের চেয়ে বড় মিত্র আর কেউ নেই।


গত বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকালে তিনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৬ ডিসেম্বরকে মৈত্রী দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।


অনুষ্ঠানটি ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় নগরীর রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।এতে পারফর্ম করবে ভারতের জনপ্রিয় ব্যান্ডদল "অক্সিজেন "।


সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার জনাব "নিরাজ কুমার জ্যাশওয়াল" অনুষ্ঠানটির সফলতা কামনা ও সবাইকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানান।