কলকাতার প্রেক্ষাগৃহে বাংলাদেশের ‘হাওয়া’

দেশে মুক্তির আগেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল নির্মাতা মেজবাউর রহমান সুমনের বহুল আলোচিত সিনেমা ‘হাওয়াসিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছিল। দেশের দর্শক-অভিনেতা থেকে শুরু করে শিক্ষক, রাজনীতিবিদ সবাই এ সিনেমার প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। 

এবার আলোচিত এ সিনেমাটি আগামী ১৬ ডিসেম্বর বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে কলকাতায়। মুক্তি উপলক্ষ্যে সেখানে শুরু হয়ে গেছে প্রস্তুতিমূলক কাজ।

হাওয়া সিনেমা মুক্তির আগে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে বসানো হচ্ছে সিনেমাটির কার্ড বোর্ড। 

সিনেমার নির্বাহী প্রযোজক শিমুল বিশ্বাস জানান, মঙ্গলবার পুরো হল তালিকা পাওয়া যাবে। তবে এরই মধ্যে অনেক প্রেক্ষাগৃহে শোভা পাচ্ছে হাওয়া সিনেমার পোস্টার।

শিমুলের দেওয়া তথ্যানুযায়ী, শেওরাফুলির উদয়ন সিনেমা, সল্টলেকের আইনক্স সিটি সেন্টার, ব্যারাকপুরের আমলা সিনেমা, আইনক্স হাইল্যান্ড পার্ক, আইনক্স সাউথ সিটি মল, স্টার কলকাতা, সিনেপলিস অ্যাক্রোপলিস মলে সিনেমাটি প্রদর্শিত হবে।

সমুদ্রের একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে ‘হাওয়া’ সিনেমার গল্প। এর সঙ্গে কিছু মিথ ও রহস্যের মিশ্রণ।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

ভারতে হাওয়া সিনেমাটি পরিবেশন করছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। ৩০ ডিসেম্বর থেকে সিনেমাটি বাণিজ্যিকভাবে প্রদর্শিত হবে ভারতের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে।’।