কনোজ চক্রবর্তী বুলবুল‘র 'সিলেটের শহীদ মিনার এবং একটি করুণ অধ্যায়' মোড়ক উন্মোচন

বিশিষ্ট লেখক কনোজ চক্রবর্তী বুলবুল‘র স্মৃতি চারণ মূলক সংকলন   'সিলেটের শহীদ মিনার এবং একটি করুণ অধ্যায়'  বই এর মোড়ক উন্মোচন হয়েছে,গত ১৬-১২-২০২২ শুক্রবার সন্ধ্যা ৭ টায়  সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ।'সিলেটের শহীদ মিনার এবং একটি করুণ অধ্যায়'  বই এর মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেণ সিলেটের বিশিষ্ট কবি ছড়াকার ও লেকক সনতু চৌধুরী রবীন্দ্র রবীন্দ্র ভট্টাচার্য এপার ওপার দুই বাংলার ছড়াকার অজিত রায় ভজন কবি ও সংগঠক ধ্রুব গৌতম পরিতোষ বাবলু রানা বাউলা সাখাওয়াত আলী শাহী দীনবন্ধু পাল ও লাকী রানী রায় প্রমুখ । 'সিলেটের শহীদ মিনার এবং একটি করুণ অধ্যায়'  বই এর মোড়ক উন্মোচনকালে কনোজ চক্রবর্তী বুলবুল বলেন ৫২ সাল থেকে ৭১ বাক স্বাধীনতা এবং পরাধীনতার ছোবল থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলার দামালা ছেলেরা যুদ্ধে নেমেছিল।৫২ তে নিজের মাতৃভাষাকে বিশ্বের দরবারে স্থান দেওয়ার জন্য সালাম রফিক জব্বার বরকতসহ একঝাঁক তরুনের আত্মাহুতির ফলে আজ আমরা একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে। এটা বাঙালি জাতি ও আমাদের গর্বের বিষয়। তারই ধারাবাহীকতায় সিলেট ও এর ব্যতিক্রম হয়নি। পাড়ায় পাড়ায় নির্মিত হয়েছিল শহীদ মিনার বিভিন্ন জাতীয় দিবসে সিলেটবাসী মিনারের পাদদেশে শহিদদের প্রতি সম্মান জানায়।মিনারের অবমাননা কেহ সহ্য করবেনা। পবিত্র মিনারকে নিয়ে এই সিলেটে কি ন্যাকারজনক ঘটনা ঘটেছিল তার করুন অধ্যায় বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।