লাইভ খেলা সম্প্রচারে টিভি চ্যানেলসহ অনলাইন প্ল্যাটফর্ম থেকে জুয়ার বিজ্ঞাপন বন্ধে কেনো ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
রোববার (১৮ ডিসেম্বর) বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
রুলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক সচিব, ক্রীড়া সচিব, বিটিআরসি, বিটিআরসির চেয়াম্যান, রেসপন্স কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে, গত ১১ ডিসেম্বর জনস্বার্থে জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন আইনজীবী মিফতাউল আলম ও সুমিত কুমার সরকার।
মন্তব্য