স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই

বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই। রোববার রাত দেড়টার দিকে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত ২ মাস তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছস্থপতি ইকবাল হাবিব জানান, প্রথমে চোখের সমস্যা নিয়ে গত ৯ই নভেম্বর রাজধানীর বেসরকারি স্পেশালাইজ হাসপাতালে ভর্তি হন স্থপতি মোবাশ্বের হোসেন। সেখানে তার হার্টের আগের সমস্যা আবারও দেখা দেয়। দুদিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষমেশ তার মাল্টিপল অর্গান ফেইলিওর দেখা দেয়।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট জানিয়েছে, মোবাশ্বের হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে তার মরদেহ দুপুর ১২টায় আগারগাঁওয়ে ই-১১, স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম সড়কের (নির্বাচন কমিশনের পূর্ব পাশে) বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে আনা হবে। বাদ জোহর জানাজা শেষে তার মরদেহ বিএসএমএমইউ হাসপাতালে দান করা হবে।

মোবাশ্বের হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক করেন। তিনি এসোকনসাল্ট লিমিটেডের প্রধান স্থপতি ছিলেন। তিনি কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ছিলেন। স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি।