সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সোমবার (২ জানুয়ারি) প্রেরিত এক অভিনন্দন বার্তায় বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা সাংবাদিকদের বৃহৎ সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি সিলেটের সাংবাদিকতার ঐতিহ্য ধরে রেখে সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবে।

তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সিলেট জেলা প্রেসক্লাবকে আরও এগিয়ে নিতে ভুমিকা রাখার পাশাপাশি উপজেলা পর্যায়ের সাংবাদিকদের কল্যাণেও কাজ করবেন।