লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

৬নং লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ও কলেজ গভর্ণিং বডির সভাপতি মো. তোয়াজিদুল হক তুহিন বলেছেন, শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব ও অভাব দূর করতে হবে। লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে তোমাদের পড়াশোনার নতুন যাত্রা শুরু হলো। আমরা আশা করছি এখান থেকেই তোমরা পড়াশোনা শেষ করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তুলবে। তোমরা সেই লক্ষ্য মাথায় নিয়ে নতুন অধ্যায়ের সূতিনি বুধবার (১লা ফেব্রুয়ারি) সকালে কলেজের হলরুমে লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেনলালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সহাকারী শিক্ষিক কাজী আব্দুল মালিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক যুক্তারাজ্য প্রবাসী মতিন রহমান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী শামছুল খান বাদশা, ফয়েজ উদ্দিন, কবির আহমদ সুহেবক্তব্য রাখেন গভর্ণিং বডির শিক্ষানুরাগী সদস্য লায়েক আহমদ জিকু, অভিভাবক সদস্য আব্দুল হক, ধন মিয়া, ফজর আলী। এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। পরে অতিথিবৃন্দকে কলেজের পক্ষ থেকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।