হবিগঞ্জে ঘাস কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৪০ জন।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলার জলসুখা পাটুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জলসুখা গ্রামের নিয়াজ উল্লাহ ও আলী আকবরের লোকজনের মাঝে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে নিয়াজ উল্লার ভাতিজা আকিবুর গরুর ঘাস কাটার জন্য জমিতে যায়। এ সময় আলী আকবরের লোকজন তাকে আটকে মারপিট করে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গরুর ঘাস কাটা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।