১৫ দিন নয়, পুরো রমজানেই প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবি জানিয়েছেন শিক্ষকরা।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দীন গণশিক্ষা সচিব বরাবর এক চিঠিতে এ আবেদন করেন।
তিনি বলেন, রমজানে প্রচণ্ড গরমে রোজা রেখে ক্লাস নেওয়া শিক্ষকদের খুবই কষ্টসাধ্য হবে। ৮০ ভাগ নারী শিক্ষক সেহরি প্রস্তুত করে সংসারের কাজ করে স্কুলে আসেন। সারাদিন স্কুল শেষে আবার ইফতারের সকল প্রস্তুতি ও সংসার পরিচালনা খুবই কষ্টকর হবে।
এ ছাড়া রমজানে কোমলমতি অনেক শিক্ষার্থী বিভিন্ন কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়। তারা বিদ্যালয়ে না এসে কোরআন শিক্ষাকেন্দ্রে চলে যায়। তাই, ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে সরকার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখবেন এটাই ছাত্র-শিক্ষক-অভিভাবকদের প্রত্যাশা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, করোনায় পিছিয়ে পড়ায় শিখন ঘাটতি কাটাতে এবার রোজার ছুটি কমিয়ে আনা হয়েছে। শিক্ষকদের একাধিক সংগঠন রোজায় ছুটির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, রমজান উপলক্ষে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে সরকারি-বেসরকারি হাইস্কুল ও কলেজে রোজার ছুটি শুরু হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোজার ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল। অর্থাৎ রমজানে প্রাথমিক স্কুলে ১৫ দিন পর্যন্ত ক্লাস চলবে।
মন্তব্য