ভারতে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট ব্লক করা হলো

ভারতে পাকিস্তান সরকারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। ভারত থেকে কেউ যদি এখন টুইটারে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট সার্চ করেন, তাহলে স্ক্রিনে ভেসে উঠছে - ‘অ্যাকাউন্ট উইথহেল্ড’। টুইটারের তরফে জানানো হয়েছে, ভারত সরকারের তরফে আইনি প্রক্রিয়ার ফলেই ভারতে পাকিস্তানি সরকারের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার ভারতের বুকে পাকিস্তানের টুইটার অ্যাকাউন্টের ওপর সীমাবদ্ধতা আরোপ করা হলো। এর আগে ২০২২ সালের অক্টোবরে, পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়েছিল। সাম্প্রতিক মাসগুলিতে এটি এই ধরনের দ্বিতীয় ঘটনা।পাক সরকারের অ্যাকাউন্টটি জুলাইয়ের শুরুতেও বন্ধ রাখা হয়েছিল কিন্তু পুনরায় সেটি সক্রিয় করা হয়। টুইটারের নির্দেশিকা অনুসারে, মাইক্রোব্লগিং সাইটটি আদালতের আদেশের মতো কোনো বৈধ আইনি দাবির প্রতিক্রিয়া হিসাবে এই ধরনের পদক্ষেপ নেয়। এর জেরে বর্তমানে, পাকিস্তান সরকারের টুইটার ফিড "@GovtofPakistan" ভারতীয় ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান নয়। গত বছরের জুনে, ভারতে টুইটার জাতিসংঘ, তুরস্ক, ইরান এবং মিশরে পাকিস্তান দূতাবাসগুলির অফিসিয়াল অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল। আগস্টে, ভারত আটটি ইউটিউব-ভিত্তিক নিউজ চ্যানেল ব্লক করে, যার মধ্যে একটি পাকিস্তান থেকে পরিচালিত ছিলো।পাশাপাশি ভারত-বিরোধী সামগ্রী প্রচারের জন্য একটি ফেসবুক অ্যাকাউন্টও ব্লক করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক বিবৃতিতে জানায় যে , তথ্য প্রযুক্তি বিধি ২০২১ এর অধীনে জরুরি ক্ষমতা আরোপ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।অভিযোগ ব্লক করা ইউটিউব চ্যানেলগুলি ভারতে ভুয়া এবং চাঞ্চল্যকর থাম্বনেইল, সংবাদ উপস্থাপকদের ছবি এবং নির্দিষ্ট টিভি নিউজ চ্যানেলের লোগো ব্যবহার করে দর্শকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলো।

সূত্র : ইকোনমিক টাইমস