পুলিশি হেফাজত থেকে মুক্তি পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের ম্যানহাটনের ফৌজদারি আদালত ত্যাগ করেছেন তিনি। আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি ট্রাম্প। এ খবর দিয়েছে সিএনএন।
মামলার পরবর্তী শুনানির তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়। মঙ্গলবার আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর পুলিশ হেফাজতে থাকা ও শুনানিসহ সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন ট্রাম্প।
মন্তব্য