আর্থিক অনিয়ম তদন্তের জন্য স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনের স্বামী পিটার মুরেলকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। স্কটিশ ন্যাশনাল পার্টিতে (এসএনপি) আর্থিক অনিয়মের জন্য তার বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ। গত মাসে তিনি পদত্যাগ করেন। তার আগে পর্যন্ত এই দলটির প্রধান নির্বাহী ছিলেন তিনি। এক বিবৃতিতে স্কটল্যান্ড পুলিশ বলেছে, দলটির তহবিল এবং আর্থিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫৮ বছর বয়সী পিটারকে তাদের হেফাজতে নিয়েছে। গার্ডিয়ান এবং বিবিসি বলছে, গ্রেপ্তার করা ব্যক্তি সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনের স্বামী। ২০১৭ সালে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে প্রচারণার জন্য সংগ্রহ করা হয়েছিল কমপক্ষে ৬ লাখ পাউন্ড। সেই অর্থ কি হয়েছে এ বিষয়ে জানতে চায় পুলিশ। প্রাথমিক তথ্যে বলা হয়েছে দলটির একাউন্টে এই অর্থ খুঁজে পাওয়া যায়নি।
মন্তব্য