ইসরাইলি বিমান হামলার প্রতিশোধ নিতে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সিরিয়া। শনিবার এ হামলা চালায় সিরিইসরাইলি সেনাবাহিনী শনিবার রাতে এক বিবৃতিতে জানায়, সিরিয়া তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে দুটি ইসরাইলের আকাশ যসিরিয়া তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে দুটি ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করেছে
একটি এসে ইসরাইলের ভূখণ্ডে আঘাত হেনেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি ইসরাইলের। এটি গিয়ে গোলান মালভূমির দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে বলে ইসরাইলের সেনাবাহিনীর দাবি।
শনিবার রাতে হঠাৎ ইসরাইলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এর পরই সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।
সিরিয়ার হামলার পরই ইসরাইলি ড্রোন দিয়ে আবার সিরিয়ায় হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরাইল। এর পর ১৯৮১ সালে আন্তর্জাতিক আইন অমান্য করে ইসরাইলি ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হয় অধিকৃত গোলানকে।।
মন্তব্য