জাতীয় দলের মর্যাদা হারালো তৃণমূল কংগ্রেসসহ ৩ দল

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস জাতীয় দলের মর্যাদা হারালো। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ২০১৬ সালে তৃণমূল এই সম্মান পেয়েছিলো। সাম্প্রতিক নির্বাচনের ফল বিশ্লেষণ করে জাতীয় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে শারদ পাওয়ারের এনসিপি এবং সিপিআই এই স্ট্যাটাস হারিয়েছে। এই তিনটি দল জাতীয় পার্টির তকমা হারানোর পর ভারতে যে দলগুলো জাতীয় পার্টির মর্যাদাভুক্ত তারা হলো- বিজেপি, জাতীয় কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, সিপিআইএম, ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি এবং আম আদমি পার্টি বা আপ। তৃণমূল কংগ্রেস জাতীয় পার্টির মর্যাদা হারানো মানে ব্যালট বা ইভিএমে তাদের নাম আর উপরদিকে থাকবে না। নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠক ডাকলে তাতে আমন্ত্রিত হবে না তৃণমূল।

এছাড়াও রাজনৈতিক তহবিল গঠনে তাদের কিছু অসুবিধা হবে। তবে এটি খুব বড় প্রভাব ফেলবে না। নির্বাচন কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, পার্টিগুলো ফের জাতীয় তকমা পেতে পারে নির্বাচনে ভালো ফল করে।