শুভ জন্মবার্ষিক মাহাত্মা হ্যানিম্যান

স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

শত প্রলোভন, বাধা মাড়িয়ে কঠিন অধ্যবসায় আর সততার মোহে যিনি মানবতার কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। তৎকালীন সময়ে সর্বোচ্চ ডিগ্রিধারী একজন অ্যালোপ্যাথ হিসেবে অগাধ সম্পদের হাতছাতি পেছনে ফেলে আবিষ্কার করেছিলেন আধুনিক এক নীতিভিত্তিক চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি। সেই মহান মনীষী হোমিওপ্যাথিক জনক ডা.স্যামুয়েল হ্যামিমেনের ১০ এপ্রিল জন্মবার্ষিক। আজকের এইদিনে তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। প্রত্যাশা করছি আমরা সকল হোমিওপ্যাথ হ্যানিম্যানের নীতি আর আদর্শের ভিত্তিতে নিজেদের গড়ে তোলে এগিয়ে যাবো। 


মুনশী ইকবাল::

চিফ কনসালট্যান্ট, রয়েল হোমিও ক্লিনিক, সিলেট।

চিফ কো-অর্ডিনেটর, হোমিও স্টাডি সার্কেল, বাংলাদেশ।