আমি পোয়েটস ক্লাব বলছি

আমি পোয়েটস ক্লাব বলছি,

আমার আমি শব্দে নিহিত রয়েছে

অধিকার বঞ্চিত কবি লেখকদের সাহিত্য আন্দোলন।

সেই সাহিত্য আন্দোলনের যোগ্য লোক সৃষ্টি করে ই

আমরা সাহিত্য চর্চা করে আসছি পঁচিশ বছর ধরে।

আমি পোয়েটস ক্লাব বলছি, আমার

সমগ্র কবি লেখক স্বত্বার রক্ত শিরায় চিত্তে ধমনীতে টগবগ টগবগ করে সৃষ্টিশীলতার উল্লাস,

আমার শিল্প সাহিত্যে রয়েছে সাহিত্য আড্ডা, জাতীয়

সাহিত্য সম্মেলন, সাহিত্য পর্যটন মিশন,

ঐতিহাসিক গৌড়ীয় সাহিত্য সম্মেলন,

বাংলা ভাষা কে জাতীয় সংসদে বিল পাস করার আহবান, বাংলা ভাষা কে জাতিসংঘের প্রাতিষ্ঠানিক ভাষায় রূপান্তরিত করার জোরালো দাবী উত্থাপন।

আমি পোয়েটস ক্লাব বলছি,

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের ধ্বজাধারী সৈনিকেরা এখনো বেঁচে আছেন,

দেশে এবং দেশের বাইরে

এক এক জন সূর্য সৈনিক রূপে

চির জাগ্রত চিত্তে চির কুমার চির কুমারীর বেশে!

সিলেটে মৌলভীবাজারে হবিগঞ্জে সুনামগঞ্জে

ঢাকা চট্টগ্রামে, কুমিল্লা ময়মনসিংহ সিরাজগঞ্জে,

তথা বাংলাদেশে এবং দেশের বাইরে।

আমাদের আত্মার সাথে সংশ্লিষ্ট রয়েছে

তাজুল ইসলাম বাঙালি, সৈয়দ হাবিবুর রহমান হিরণ,

অমলেন্দু দাস মিন্টু দা, নাহাস, খন্দকার মোজাম্মেল হক, জালাল আহমেদ, আরজু আজহার

প্রমুখের আত্মার ঐশী শক্তি।

আমি দেলোয়ার মুহাম্মদ,

আমি শংকর, আমি কাওসার,

আমি হাবিব, আমি রুহী, আমি শান্তা, আমি নিলুপা,

আমি সালেহ আহমদ, আমি গৌছুজ্জামান, আমি

শহীদুজ্জামান, আমি শত সহস্র মোস্তাফিজ ভাই রূপে

রূপ ধারণ করি, নাহিদ রোকসানায়,

নাছরিন আক্তারে, ফাতেমা ইসরাত রেখায়,

আতাউল ইসলাম সবুজে, এস এম নজরুল ইসলামে,

মিয়া আসলাম প্রধানে, মুজিবুর রহমান বকুলে,

আরো কত শত উজ্জীবিত প্রাণে প্রাণে।

আমি পোয়েটস ক্লাব বলছি

আমার সাহিত্য আড্ডায় প্রাণ সঞ্চারিত করে

দেলোয়ার মুহাম্মদ এর উপস্থাপনায়,

সঞ্জয় নাথ সঞ্জু, ছামির মাহমুদ, ধ্রুব গৌতম,

রুহী শান্তার সুললিত কন্ঠে উচ্চারিত ধ্বনি প্রতিধ্বনিতে।

আমি জন্মেছি উন্মুক্ত খোলা আকাশের নীচে

আমি শহীদ মিনার চত্বরে কবিতা পাঠে বিমুগ্ধ করি

সাহিত্য প্রেমী মানুষের মন।

আমি বাসন্তী সাহিত্য উৎসব মাতিয়ে তুলেছি

চির জাগ্রত চিত্ত চির তারুণ্যের ঝলক

চির তরুণ কবি দেলোয়ার মুহাম্মদের একক

উপস্থাপনায় দীর্ঘ দশ ঘন্টার অনুষ্ঠানে

সিলেটের শহীদ সুলেমান হলে।

আমি পোয়েটস ক্লাব বলছি,

আমি ভ্রাম্যমাণ মঞ্চে চলমান বৈশাখী উৎসবে

মাতিয়ে তুলেছি সিলেট ঢাকার রাজপথ!

আমি পোয়েটস ক্লাব বলছি,

স্বাধীনতার চেতনা মূলে কবি লেখকের ভূমিকা শীর্ষক

আলোচনা সভায় উদযাপন করি

জাতীয় সাহিত্য সম্মেলন,

সাহিত্য মন্ত্রনালয়ের আনুষ্ঠানিক দাবী আমাদের

২০১০ সালের ১৯ মার্চে দ্বিতীয় জাতীয় সাহিত্য সম্মেলনে বর্ষীয়ান রাজনীতিবিদ দেওয়ান ফরিদ গাজী এমপি মহোদয়ে মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বরাবরে।

আমি পোয়েটস ক্লাব বলছি,

আমি সাহিত্যে নেতৃত্ব সৃষ্টি করতে যুগের পরে যুগ যুগ ধরে শক্ত হাতে নতুন প্রজন্ম গড়ে তুলার

সংগ্রামে লিপ্ত হরহামেশা।

কে আছো হে নবীন

হে নবীন আলো

হে সূর্য সৈনিকনাসরিন আক্তার, পূর্নিমা

রীণা, তাসলিমা, মোহসিনা, হাসিনা, ঝিনু, মিনু, মিতু

বাদশা, নবাব, মাহতাব, মিজান, অধরা, নাম জানা

অজানা সকলে।

এসো আমাদের পাশে

উদার চিত্তে চির জাগ্রত সৃষ্টি নেশায়

আমি তোমাকে গড়ে তুলতে চাই।

আমার প্রচেষ্টায় থাকে না কোন কার্পণ্য।

জয় হোক কবি লেখকের

জয় হোক সাহিত্যের

জয় হোক পোয়েটস ক্লাবের।

এসো হে নাহিন, জেসমিন,