সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাদে গোরেশপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে হুমাইয়া জান্নাত (০১ বছর ০৫ মাস) এবং দুপুর ২টার দিকে নিয়ামতপুর গ্রামের মোঃ আব্দুল আলীর মেয়ে ফাতেহা বেগম (০১ বছর ০৬ মাস) পানিতে ডুবে মারা গেছে।
নিহত হুমাইয়া জান্নাতের বাবা মোহাম্মদ আলী জানান, সকাল ৮টার দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল হুমাইয়া জান্নাত। এ সময় পরিবারের লোকজন বাড়ির পাশে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। বাড়ীর উঠানে না দেখে খোঁজাখুজি করতে এক পর্যায়ে বাড়ীর পূর্বপাশে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে। তাকে উদ্ধার করে ছাতক উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফাতেহা বেগমের মা আফছানা বেগম জানান, আমার মেয়ে ফাতেহা বেগম নিজ বাড়ীর উঠানে খেলা করছিল। বাড়ীর উঠানে না দেখিয়া খোঁজাখুজি করতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ীর পূর্ব পাশে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পুকুরের পানি হইতে উঠাইয়া ছাতক উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে দুই শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে থানার এস আই মুহাম্মদ আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় তাদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য