ধরপাকড়

সরকারবিরোধী আন্দোলন জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে ধরপাকড় বাড়ার আশঙ্কাও বাড়ছে। বিরোধী দলগুলোর নেতাকর্মীরা অভিযোগ করছেন ইতিমধ্যে বিভিন্ন স্থানে ধরপাকড় শুরু হয়েছে। পুরনো মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। সামনের দিনে গ্রেপ্তার-ধরপাকড় আরও বাড়বে এমন আশঙ্কা থেকে নেতাকর্মীরা সতর্কভাবে চলাফেরা করছেন। যদিও দলটির নেতারা বলছেন, সামনের দিনে মামলা- গ্রেপ্তারের কৌশল আর কাজে আসবে না। এবার এসব মোকাবিলা করেই দাবি আদায়ের আন্দোলন জোরদার করা হবে। 


বিএনপি’র দপ্তর সূত্র জানায়, নেতাকর্মীদের নামে দিন দিন মামলার সংখ্যা বেড়েই চলছে। ২০০৯ সাল থেকে চলতি বছরের ২২শে মে পর্যন্ত ১৪ বছরে মামলা হয়েছে ১ লাখ ১১ হাজার ৫৬৭ টি। এসব মামলায় আসামি করা হয়েছে ৩৯ লাখ ৮০ হাজার ৮২৬ জনকে। বিএনপি’র দাবি এসব মামলা মিথ্যা এবং হয়রানিমূলক। অনেককে গায়েবি আসামি করাদলীয় সূত্রের দাবি ১৪ বছরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক হাজার ৫৩৭ জন। এরমধ্যে ৭৯৯ জন বিএনপি নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছেন। এখন পর্যন্ত দলটির ৭২জন নেতাকর্মীর খোঁজ মিলছে না বলে জানিয়েছেন নেতারা। তাদের ভাষায় এইসব নেতাকর্মী ‘গুমের’ শিকার হয়েছেন। 

গত বছরের ২২শে আগস্ট থেকে গতকাল (সোমবার) পর্যন্ত ১৭৯০ জন বিএনপি নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা গুরুতর জখম ও আহত হয়েছেন বলে বিএনপি’র কেন্দ্রীয় দপ্তর সূত্র জানিয়েছে।