শুভ জন্মদিন `মামণি স্নেহা`

দশে দশে বিশ শুভাশীষ নিস।
স্নেহা`

একে একে দুই

বড় হবি তুই

দুয়ে দুয়ে চার

ঘুচায়ে আঁধার

তিনে তিনে ছয়

দূর হোক ভয়

চারে চারে আট

বেঁধে আট ঘাট

পাঁচে পাঁচে দশ

হোক খ্যতি যশ

ছয়ে ছয়ে বারো

পড় যত পারো

সাতে সাতে চৌদ্দ

জন্মদিন অদ্য

আটে আটে ষোল

আলো হয়ে জ্বলো

নয়ে নয়ে আঠারো

জয় হোক তোমারো

দশে দশে বিশ

শুভাশীষ নিস।