আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি ১৮ দফা ইশতেহার ঘোষণা করেছেন। মঙ্গলবার সকালে মহানগরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় নিজস্ব বাসভবনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। এসময় তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।ইশতেহারে রনি বলেন, কালের পরিক্রমায় রাজধানীর উপকণ্ঠে অবস্থিত গাজীপুর এখন শিল্প নগরীত রূপান্তরিত হয়েছে। সে হিসেবে বেড়েছে জনসংখ্যা। গাজীপুরের জনসংখ্যা যেভাবে বেড়েছে, সেভাবে কিন্তু নাগরিকের সুযোগ সুবিধা বাড়েনি। অপরিকল্পিত নগরায়নের কারণে ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে আমার পারিবারিক ঐতিহ্য ও অভিজ্ঞতাকে গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে কাজে লাগাতে চাই। মোট কথা ‘নগর পিতা’নয়, গাজীপুর সিটি কর্পোরেশনের একজন সেবক হয়ে নাগরিকদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।
এসময় তিনি আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হাতি প্রতীকের প্রার্থী হিসেবে তার ১৮ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারের মধ্যে উল্লেখযোগ্য হল— তিনি গাজীপুর সিটিকে একটি পরিচ্ছন্ন সবুজ নগরী হিসেবে গড়ে তুলবেন। সিটি কর্পোরেশনের সব নাগরিকের নাগরিকসেবা সহজ ও জনবান্ধব করবেন। সিটিকে একটি শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলবেন।
বিকল্প রাস্তা সম্প্রসারণ-উন্নয়ন ঘটিয়ে ঢাকা-গাজীপুর যানজটমুক্ত যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচন করবেন। গাজীপুর শহরের সঙ্গে ঢাকার সহজ যোগাযোগের জন্য বনমালা রোড থেকে রেল লাইনের পূর্বপাশ দিয়ে তুরাগ নদী পর্যন্ত রাস্তাটি সম্প্রসারণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে যোগাযোগ করে তা কুড়িল বিশ্বরোড পর্যন্ত সম্প্রসারণ করবেন।
এছাড়া নগরীর পূর্ব-পশ্চিমমুখী দুটি রাস্তা নির্মাণ করবেন। রেলক্রসিংগুলোতে ওভারপাস নির্মাণ, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত স্কুল-কলেজ, সুস্থ বিনোদন ও খেলাধূলার জন্য খেলার মাঠ, নাওজোর-কাশিমপুর-জিরানী ও গাজীপুর টু পূবাইল রোড এর কাজ দ্রুত শেষ করাসহ টঙ্গী শিল্প এলাকার রাস্তাগুলো দখলমুক্ত করবেন বলে ইশতেহারে উল্লেখ করেন এ স্বতন্ত্র প্রার্থী।
রনি সরকার নিজেকে একজন বয়সে তরুণ এবং কথায় নয় কাজে বিশ্বাসী ব্যক্তি উল্লেখ করে ঘোষিত ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার করেন।
মন্তব্য